দাবানলে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া: ২ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডজুড়ে ছড়িয়ে পড়া শতাধিক দাবানলে অন্তত তিন জনের মৃত্যু ও দেড়শ বাড়ি পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দাবানলের কারণে জরুরি অবস্থা জারির পর এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ওই দুই রাজ্যজুড়ে ১৩০০ দমকল কর্মী কাজ করছে বলে বিবিসি জানিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কয়েকশ বেসামরিক নাগরিকও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
তাদের সাহায্য করতে সামরিক বাহিনীকেও নামানো হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

কুইন্সল্যান্ডে কয়েক হাজার লোক আশ্রয় কেন্দ্রে কাটিয়েছে। তাদের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ হবে কিনা, কর্মকর্তারা তা যাচাই করে দেখছে বলে বিবিসি জানিয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলসে নয় লাখ ৭০ হাজার হেক্টর ভূমি দাবানলের গ্রাসে গেছে এবং ১৫০টি বাড়ি পুড়ে ধ্বংস হয়েছে।
ভয়াবহ দাবানলের কারণে যখন অস্ট্রেলিয়ার দুটি প্রদেশ নাস্তানাবুদ, ঠিক তখন দেশটির বড় শহর সিডনিতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এ সতর্কবাণী সত্যি হলে অস্ট্রেলিয়ার বড় একটি অংশ যে ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।