জুট মিল ব্যবস্থাপকের জামিন নামঞ্জুর

৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

খুলনা সংবাদদাতা: খুলনায় বাতিল হওয়া পাট পণ্যের ওজনে কারচুপি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারক জামিন নামঞ্জুর করেন।

জানা যায়, খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে লিয়াকত হোসেন মিলের ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাটপণ্য) ওজন বেশি দেখিয়ে অনুমোদিত ঘাটতির তুলনায় বেশি ঘাটতি দেখিয়ে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর খালিশপুর থানায় মামলা করে দুদক (জিআর-৪০/১৬)। মামলার অন্য আসামিরা হচ্ছে- বাংলাদেশ পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন ও বিজেএমসি আঞ্চলিক কার্যালয় খুলনার ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র।