এবার সামরিক সম্পর্ক জোরদার করবে চীন ও পাকিস্তান

এবার জোরদার করবে চীন ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং মঙ্গলবার বলেছেন যে তার দেশ চীন ও পাকিস্তান এবং দুই সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো এগিয়ে নেবে।

বেইজিং সফররত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে এক বৈঠকে শু এই মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক দৃশ্যপটে যেকোন পরিবর্তন আসুক না কেন দুই দেশের বন্ধুত্ব অটুট ও প্রস্তর-কঠিন অবস্থায় থাকবে।

দুই দেশের নেতারা যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন চীন সেগুলো বাস্তবায়ন করবে উল্লেখ করে শু বলেন, পাকিস্তানের সঙ্গে চীন বিভিন্ন ক্ষেত্রে বিচক্ষণ সহযোগিতা আরো জোরদার এবং ঐক্যবদ্ধভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

পিপলস রিপাবলিক অব চায়নার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিন্দন জানান জেনারেল বাজওয়া। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সুরক্ষায় চীনের সেনাবাহিনীর সঙ্গে কৌশলগত যোগাযোগ ও বিচক্ষণ সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান সেনাবাহিনী।