ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায়

ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায়

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় সন্ত্রাসীরা ইকবাল হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। এর আগে দোকানে প্রবেশ করে দুই বাংলাদেশিকে হত্যা করে সন্ত্রাসীরা।

শুক্রবার রাত ৭টার দিকে স্টের্কস্পিরিট পলমিট এলাকায় ইকবালকে গুলি করে হত্যা করে।

জানা যায়, ইকবাল দোকানে মাল ডেলিভারি দিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ করে। এসময় কয়েক রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
নিহত ইকবালের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারয়ানী গ্রামে।