৭ মাত্রার ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের আলাস্কা ধ্বংসস্তুপে পরিণত

স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শক্তিশালী  ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়িঘর ধ্বসে পড়েছে। রাস্তাঘাটে বড় বড় ফাটল দেখা দেয়।

কিছু সময়ের জন্য সুনামী সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার অ্যাঙ্কারিজ শহরের ১২ কিলোমিটার উত্তরে।

সূত্র: সিএনএন, আল-জাজিরা