৭০০ কি.মি. দৈর্ঘ্যরে বজ্রপাত ব্রাজিলে

৭০০ কি.মি. দৈর্ঘ্যরে বজ্রপাত ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে করোনাভাইরাস পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছে। এর প্রতিকার এখনো মেলেনি। প্রতিদিন লাশের মিছিল দেখছে ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ। অথচ খালি চোখে দেখা যায় না এই ভাইরাস। আর এই অদৃশ্য জীবাণুর কাছেই হার মানতে হয়েছে।

তবে শুধু করোনাভাইরাস নয় এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের একটি বজ্রপাতের তথ্য ঘিরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি জাতিসংঘের আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে ব্রাজিলে একটি বজ্রপাত হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল ৭০০ কিলোমিটার! যা বিশ্বরেকর্ড। এর আগে এত বড় মাপের ভয়ঙ্কর বজ্রপাত কখনো হয়নি।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বে দীর্ঘতম বজ্রপাতের দুটি রেকর্ড হয়েছে-একটি ব্রাজিলে, অন্যটি আর্জেন্টিনায়।

জাতিসংঘের আবহাওয়া সংস্থা বলছে, ২০১৯ সালের ৪ মার্চ আর্জেন্টিনার মেগা ফ্লাশের স্থায়িত্ব ছিল ১৬.৭৩ সেকেন্ড। আর তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে দেখা দেয়া বজ্রপাতের দৈর্ঘ্য মেপে দেখা গেছে ৭০০ কিলোমিটারের কাছাকাছি, যা যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে সুইজারল্যান্ডের বাসেল শহরের দৈর্ঘ্যের সমপরিমাণ।

ব্রাজিলের এই দীর্ঘতম বজ্রপাতের বিষয়ে আবহাওয়াবিদরা বলছে, এটি একেবারে অত্যাশ্চর্য একটি ঘটনা।
এর আগের ঘটনাটি ঘটেছিল ২০০৭ সালে, যে সময়ে বজ্রপাতের দৈর্ঘ্য ছিল ৩২১ কিলোমিটার। সেটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের ওকলাহামা প্রদেশে। ৭.৭৪ সেকেন্ড ধরে সেটি চলেছিল।

তারও আগে ১৯৯৪ সালে মিশরে একটি বজ্রপাত হয়। ওই বজ্রপাতের আঘাতে দেশটির ৪৬৯ জনের মৃত্যু হয়।