২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড ২ হাজার ৬৫৮ জন মৃত্যু

আরো আড়াই লাখ মার্কিনী মারা যাওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ডিসেম্বর আসতেই যুক্তরাষ্ট্রে ভাঙতে শুরু করেছে এপ্রিল মাসের রেকর্ড। এই নিয়ে টানা ২ দিন দেশটিতে আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটলো। মঙ্গলবার মারা গিয়েছিল ২ হাজার ৫৯৭ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটি ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিল ২ হাজার ৬০৩ জন। ৭ এপ্রিল মৃত্যু হয়েছিলো ২ হাজার ৫৭০ জনের। ২১ এপ্রিল দেশটিতে মারা গিয়েছিল ২ হাজার ৫৪২ জন। যুক্তরাষ্ট্রে করোনার তান্ডব শুরুর পর থেকে হিসেব করলে প্রতিদিন গড় মৃত্যু ১ হাজার ৫৩১ জন।
এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেছে আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তারচেয়ে বরং এখন বেশি আক্রান্তের সংখ্যা ঘটছে ও হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছে ডিসেম্বরে আরো ২ লাখ মানুষ দেশটিতে করোনায় মারা যেতে পারে। আগামী তিন মাসে এ সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করে রেডফিল্ড।