১৬ বছর পর আকাশে উজ্জ্বল মঙ্গল গ্রহ

১৬ বছর পর আকাশে উজ্জ্বল মঙ্গল গ্রহ

অনলাইন ডেস্ক: আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ মাসের শেষ পর্যন্ত মঙ্গল গ্রহ অনেক উজ্জ্বল দেখা যাবে। ১৬ বছর পর আবার এমন উজ্জল মঙ্গল গ্রহ দেখা যাবে। আগামী ৬ ও ৭ অক্টোবর মঙ্গল পৃথিবী থেকে ৬ কোটি ২০ লক্ষ ৭০ হাজার কিলোমিটার দূরে থাকবে । যদিও ২০১৮ সালে মঙ্গল ৫ কোটি ৭৬ লক্ষ এবং ২০০৩ সালে ৫ কোটি ৫৭ লক্ষ কিলোমিটার দূরে ছিল।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন জানিয়েছে, প্রতি দুই বছর পর মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে যেহেতু পৃথিবী ১২ মাসে আর মঙ্গল ২৬ মাসে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু দু বছর পর পর কাছে আসলেও কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় গ্রহ দুটির দূরত্বে তারতম্য হয়। ১৬ বছর পর পৃথিবী মঙ্গল ও সূর্যের মাঝে এসে একই সরলরেখায় থাকে এতে গ্রহটি আরো উজ্জ্বল দেখায়। মঙ্গল গ্রহের পৃথিবীর কাছে আসা এবং একই সরলরেখায় থাকা দুটি এক সাথে ঘটবে ১৪ অক্টোবর।