হিলি বন্দরে ১ মাসে পাথর আমদানি সাড়ে ১ লাখ মেট্রিকটন

হিলি বন্দরে ১ মাসে পাথর আমদানি সাড়ে ১ লাখ মেট্রিকটন

নিউজ ডেস্ক: নভেম্বর মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৩০ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৮ কোটি ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর ) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার (ডিসি) সাইদুল আলম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত থেকে হিলি বন্দরে পাথর আমদানি স্বাভাবিক রয়েছে। এবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন কোম্পানি পাথর নিয়ে থাকে। বর্তমান পাথরের মূল‍্যও কমের দিকে।

হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার (ডিসি) সাইদুল আলম জানান, গত নভেম্বর মাসে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৩০ মেট্রিকটন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ২ লাখ ৪৩ হাজার ৫শত টাকা।