হরতাল বন্ধে আইন চাইলেন প্রতিমন্ত্রী চুন্নু

ঢাকা: দেশের উন্নয়নের স্বার্থে হরতালবিরোধী আইন করা দরকার বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

তিনি বলেছেন, হরতাল জনবিরোধী কর্মকাণ্ড, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তাই হরতালবিরোধী একটি আইন করা  দরকার।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল বন্ধ করতে হবে। হরতাল বন্ধ করার জন্য আইন প্রয়োজন।

চুন্নু বলেন, বিরোধী দলে থেকে জনগণের স্বার্থে যদি সরকারের সহযোগিতা করা যায়,  সেটা আমরা করছি। কিছু লোক আছে সরকার ভাল কাজ করলে,  বিরোধী দল ভাল কাজ করলে, তাদের ভাল লাগছে না। আমরা সরকার এবং বিরোধী দল যত ভাল কাজই করি, কিছু লোক আছে, তাদের ভাল লাগবে না। কিন্তু তারপরও জনগণের উন্নয়নের স্বার্থে বিরোধী দলে থেকে সরকারকে সহযোগিতা করে যাবো।