স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান

স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান

নিউজ ডেস্ক: ৩০০ কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান।

রোববার ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি এ তথ্য জানিয়েছেন। খবর ইরনা ও তাসনিম নিউজের।

তিনি বলেন, দেশের একটি অঞ্চলে ৩০০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হচ্ছে।

এটি কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা পরীক্ষা করছি আমরা।

ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার আরও বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি স্মার্ট। এটিকে সীমান্ত রক্ষায় কার্যকরী হিসাবে তৈরি করা হয়েছে।

এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের আবহাওয়ায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।