স্পেনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্য চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃতের এ সংখ্যা কম। গতকাল বুধবার দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। খবর সিএনএন’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জনে। চীনে উৎপত্তি হলেও ইউরোপ এখন করোনার ছোবলে বিপর্যস্ত। সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। ১৪ মার্চ থেকে স্পেন লকডাউন। জারি রয়েছে জরুরি অবস্থা।

এদিকে দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যপারে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ।