স্কুলে পবিত্র কুরআন শিক্ষা বাধ্যতামূলক করছে পাকিস্তানে

পাকিস্তান স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক : পাকিস্তানের সকল সরকারি স্কুলে বাধ্যতামূলক পবিত্র কুরআন শিক্ষা দেয়ার সিন্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ডন নিউজ সূত্রে শিক্ষা প্রতিমন্ত্রী মুহম্মদ বলিগুর রহমান বলেছেন, সকল পাবলিক স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নাজেরা (দেখে দেখে) কুরআন শিখানো হবে। আর ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অর্থসহ পুরো কুরআন শিক্ষা দেয়া হবে।

গত বুধবার (২০ এপ্রিল, ২০১৬) ইসলামাবাদে আল-হাদি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের সকল প্রদেশের দায়িত্বশীল ও শিক্ষাবীদদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানে শিশুদের শিক্ষা এবং মানসিকভাবে বেড়ে ওঠার প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।

এ সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাকিস্তান ও বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সকলেই অভিনন্দন জানান।