সৌদির বিশাল বিনিয়োগ আসছে -অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জনশক্তি ও কর্মসংস্থান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ ও শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতসহ ধর্ম বিষয়ক খাতে সৌদি আরবের বিশাল বিনিয়োগ আসছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩তম সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে সরকার বিপুল পরিমাণ বিদেশী বিনিয়োগ প্রত্যাশা করছে। বিশেষ করে সৌদি আরবের আরামকোর সহায়তা আশা করছি।

অর্থমন্ত্রী বলেন, সরকার দেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে, যেখানে আরো বিদ্যুৎ ও জ্বালানীর দরকার হবে। তিনি বলেন, সৌদির বড় বিনিয়োগ প্রতিষ্ঠান আরামকো কে আমরা বিনিয়োগের অনুরোধ করেছি। তারা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চাই।