সিলেট থেকে নব‌্য জেএমবির ৫ সদস‌্য আটক

সিলেট থেকে নব‌্য জেএমবির ৫ সদস‌্য আটক

সিলেট সংবাদদাতা : পুলিশের ওপর বোমা হামলার অভিযোগে সন্দেহভাজন নব্য জেএমবির ৫ সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এ প্রতিবেদন লেখার সময় তাদের ঢাকায় আনা হচ্ছিল।

সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে রাজধানীর পল্টনে পুলিশ চেকপোস্টের ২০০ গজ দূরে সড়কের পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে ঢাকায় ফার্মগেট, গুলিস্তানসহ কয়েকটি স্থানে পুলিশ বক্স লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার সঙ্গে পল্টনে বোমা বিস্ফোরণের মিল আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, সম্প্রতি সন্ত্রাসীগোষ্ঠী আইএসের কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার পর ঈদুল আজহাকে ঘিরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করেছিল পুলিশ। এ অবস্থায় সম্ভাব্য হামলা প্রতিরোধে ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল।