সামরিক বাহিনীর ওপর সু চি’র নিয়ন্ত্রণ নেই, তবু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চান তিনি: মার্ক ফিল্ড

রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। তিনি বলেন, ‘সামরিক বাহিনীর ওপর সু চির কোনও নিয়ন্ত্রণ নেই। তবে, সু চি আমাকে আশ্বস্ত করেছেন, তিনি বাংলাদেশে থেকে  সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে চান। এ জন্য একটি নীতি নির্ধারণের কথাও তিনি বলেছেন।’ বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

https://i0.wp.com/ichef-1.bbci.co.uk/news/624/media/images/72492000/jpg/_72492388_020145380-1.jpg?w=840&ssl=1

যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালিয়েস্টার বার্ট বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আসেন। তারা রোহিঙ্গা ও অন্যান্য দ্বি-পক্ষীয় বিষয় নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করেন। বাংলাদেশে আসার আগে তারা মিয়ানমার সফর করে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্ক ফিল্ড বলেন, ‘মিয়ানমারের সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী। একদিকে আন্তর্জাতিক সমালোচনা, অন্যদিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের অভ্যন্তরে জনগণের সমর্থন, এই দু’টির মাঝখানে সু চিকে কাজ করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যাই হোক আমি বিশ্বাস করি, মিয়ানমারের বর্তমান গণতন্ত্রের শেষ আশা সু চি। তিনি সরে গেলে দ্রুত সেনাবাহিনীর সরকার আবারও ক্ষমতায় আসবে।’

নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের আলোচনার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রতিমন্ত্রী বলেন, ‘সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা কার্যক্রম শুরু ও কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদে কোনও রেজুলেশন প্রস্তাব করার আগে নিশ্চিত হতে হবে, এটি সবাই সমর্থন করবে কিনা। এক্ষেত্রে চীন ও সম্ভবত রাশিয়া কোনও রেজুলেশন এলে ভেটো দেবে।’ তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, পর্দার অন্তরালে অনেক কিছু হচ্ছে।’

মার্ক ফিল্ড বলেন, ‘আমি রাখাইন সফর করেছি। সেখানে হৃদয় বিদারক দৃশ্য দেখে এসেছি। সেখানে মিয়ানমারের সামরিক বাহিনী যা করে যাচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।’