সশস্ত্র বাহিনীর সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান

সশস্ত্র বাহিনীর সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের সব জেলায় সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে। এ সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিমূলক ও অনুমাননির্ভর সংবাদ ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়। একইসঙ্গে সশস্ত্র বাহিনী সর্ম্পকে সংবাদ পরিবেশনের আগে আইএসপিআরের কাছ থেকে তথ্য যাচাই করে নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

এদিকে দেশজুড়ে মাঠে নেমেই সেনাবাহিনী বিভিন্ন তৎপরতা শুরু করেছে। রাজশাহীতে সেনাবাহিনী শুরুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজর দিয়েছে। পার্বত্য এলাকায় হামে আক্রান্ত শিশুদের সুরক্ষায় বিশেষ সহযোগিতামূলক পদক্ষেপ নিয়েছে। এছাড়া সারাদেশে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন কতটুকু পালিত হচ্ছে সে বিষয়েও জোর নজদারি চালাচ্ছে সেনাবাহিনী।