সরকার ভূমিহীনদের ঘর-জমি দেবে, এটা ইউরোপ-আমেরিকায় সম্ভব নয় -অর্থমন্ত্রী

এটা ইউরোপ-আমেরিকায় সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক: সরকার ভূমিহীনদের ঘর ও জমি দেবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাইকেই জায়গা-জমি দেয়া এবং আবাসনের ব্যবস্থা করা, এটা আমেরিকায় সম্ভব নয়। গোটা ইউরোপেও সম্ভব নয়। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যেই আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উপরে যাব। আমি বিশ্বাস করি, তার (প্রধানমন্ত্রী) হাত ধরেই ২০৩০ এর স্বপ্নপূরণ হবে এবং ২০৪১-এর স্বপ্নও বাস্তবায়ন করতে পারব। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এবার তিনি (প্রধানমন্ত্রী) ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যাদের জায়গা-জমি নেই, বসবাস করার মতো ব্যবস্থা নেই, যাদের আবাসনের ব্যবস্থা নেই; সবাইকেই জায়গা-জমি দেবেন এবং আবাসনের ব্যবস্থা করে দেবেন। এটা আমেরিকাতে সম্ভব নয়। গোটা ইউরোপেও সম্ভব নয়। এর চেয়ে বড় শক্তিশালী ভূমিকায় কোনো দেশের প্রধানমন্ত্রী অবতীর্ণ হতে পারেন, এটা কল্পনা করতেও ভয় লাগে। তিনি সেটা ডেলিভার করবেন, সেটা আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে।