সমন্বিত ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমবে -শিক্ষামন্ত্রী

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা হলে দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা দিতে গিয়ে যে অর্থ খরচ হতো, তা আর হবে না। বিশেষ করে ছাত্রীদের বিড়ম্বনা কমবে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শিগগিরই উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের একটি নীতিমালা প্রণয়নসহ চলমান প্রকল্পগুলোতে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও আধুনিকায়নে ইউজিসির কর্ম পরিধি সম্প্রসারণ, অধিকতর ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। এ লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি ইউজিসিতে দিনব্যাপী এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।