সবজির দরপতন, লোকসানে কৃষক

সবজির দরপতন, লোকসানে কৃষক

মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের পাইকারী হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে সবজির দামও কমেছে অনেক। তবে উৎপাদনের খরচটুকুও তুলতে না পেরে লোকসানে পড়েছেন কৃষকেরা।
ভোর থেকেই মুন্সীগঞ্জের সবজির হাটে ভিড় ক্রেতা-বিক্রেতাদের। হাঁকডাকে পাইকারি দরে চলে সবজি বিক্রি। এবার জেলায় ফুলকপির বাম্পার ফলন হয়েছে। তাই বাজারে সরবরাহ বাড়ায় দাম কম। এতে হাসি নেই কৃষকের মুখে। উৎপাদনের খরচও তুলতে না পেরে হতাশ তারা।

কৃষকরা জানান, ৫ টাকা ৭ টাকার উপরে কপি বিক্রি হয় না। নিজের ক্ষেতের সবজি হওয়ায় কম বাজারমূল্যেই বিক্রি করছেন অনেকে। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

এদিকে, অন্যান্য সবজির দামও রয়েছে কমতির দিকে। সরবরাহ বেড়ে যাওয়ায় নতুন আলু ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুন্সীগঞ্জ সবজি বাজারের পরিচালক মাহবুব আলম জানান, শীতে অনেক শাক সবজি বাজারে আসায় দাম কমেছে। কীটনাশক ছাড়া জৈব সার দিয়ে উৎপাদন করা হয় এখানকার শাক সবজি।