‘সকাল থেকে আয় ৩০ টাকা, সংসার চালাব কিভাবে’

মাগুরা সংবাদদাতা: ‘আতঙ্কে কেউ রিকশায় উঠতে চায় না। সেই সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩০ টাকা আয় করছি। সংসারে টানাটানি শুরু হয়েছে গেছে অনেক আগেই। কি করবো ভাই, ঘরে বসে থাকলি তো আমাদের চলে না। এক বেলা রিকশা না চালালে হাত মুখে যায় না ভাই।’ এভাবেই কথাগুলো বলছিলেন মাগুরার নিজনান্দুয়ালী গ্রামের রিকশা চালক ওবাদুল হোসেন।

মাগুরা শহরজুড়ে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। দোকানপাট, অফিস আদালত, সব বন্ধ রয়েছে। ভয়ে ঘর থেকে কেউ বের হচ্ছে না। এরমধ্যে চরম ভোগান্তিতে রয়েছে নিম্ম আয়ের মানুষ। তাই পেটের দায়ে রাস্তায় নেমেছেন ওবাদুরের মতো আরও অনেকে।

দেখা গেছে, শহরজুড়ে সুনসান নীরবতা। কোথাও কোনো গাড়ির আওয়াজ নেই। শহরে ব্যস্ততম ভায়না মোড় সেখানেও নেই কোনো মানুষ। শুধু দিনমজুর খেটে খাওয়া মানুষ পেটের দায়ে ঘর থেকে বের হয়েছে।