শ্রীলঙ্কায় তাণ্ডব শেষে ভারতের পথে ঘূর্ণিঝড় বুরেভি

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় তা-ব শেষে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভি। গতকাল দুপুরে দেশটির কন্যাকুমারিতে আঘাত হানে এ ঝড়।

এদিন সকালে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় বুরেভি দেশটির ইলুপ্পাইকাদাভাই উপকূল অতিক্রম করছে এবং দুপুর নাগাদ তা মান্নার দ্বীপ ছাড়িয়ে যায় ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে তা-ব শুরুর পর রাত সাড়ে ১০টার দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে ঘূর্ণিঘড় বুরেভি।

এ ঝড়ের বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। তবে মাঝেমধ্যে ৯০ কিলোমিটার পর্যন্তও গতি উঠছে।
এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে লঙ্কান উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুরেভি। ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে দেশটির পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলের বেশ কিছু জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। মাল্লাইটিভু, ভাভুনিয়া ও মান্নারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যেই এসব এলাকায় উদ্ধারকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝূর্ণিঝড় বুরেভি শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে৷ ইতোমধ্যেই কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷

ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

বুরেভির কারণে ভারতের বেশকিছু রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।