শিশুকে শ্লীলতাহানীর চেষ্টা, পুরোহিত গ্রেফতার

কারাবন্দীদের ৩০ শতাংশই মাদক মামলায় আটক

যশোর সংবাদদাতা: যশোরে শিশুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জি (৫৪) নামে মন্দির পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরতলির বিরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বুধবার শিশুটির মা কোতোয়ালি থানায় মামলা করেছেন। গ্রেফতার প্রকাশ ব্যানার্জি মন্দিরের পুরোহিত ও বিরামপুর এলাকার কালীপদ ব্যানার্জির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সমীর কুমার সরকার বলে, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে পুরোহিত প্রকাশ ব্যানার্জি মন্দিরে পূজা করার সময় শিশুরাও সেখানে উপস্থিত ছিল। একপর্যায়ে সাড়ে ৯ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ভেতরে একটি কক্ষে ডেকে নেয়। সেখানে শিশুটিকে শ্লীলতাহানীর চেষ্টা করে প্রকাশ ব্যানার্জি। শিশুটি চিৎকার করলে ঘটনাটি ফাঁস হয়। সেই সঙ্গে ওই শিশু বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়।

ওসি সমীর কুমার সরকার আরও বলে, বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে প্রকাশ ব্যানার্জিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বুধবার শিশুটির মা থানায় মামলা করেন। ওই মামলায় পুরোহিত প্রকাশ ব্যানার্জিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।