শিগগিরই চাকসু নির্বাচন, তথ্যমন্ত্রীর আশাবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে তারা জিতল কীভাবে? নির্বাচনে প্রশাসন কিছু ত্রুটির কথা স্বীকার করেছে। এ সব ত্রুটি নিয়ে তদন্ত হচ্ছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘‘নেতৃত্বের বিকাশের জন্য ছাত্রসংসদের বিকল্প নেই। আমি আজকে এ অবস্থায় আসতে পারতাম না, যদি স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা না থাকতো। এ সব পর্যায় নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখানে অনেক সময় কাটিয়েছি। এখানে আসতে পারাটা আমার কাছে অনেক আনন্দের। আমাদের সময় সেশনজট ছিল, কিন্তু এখন তা নেই। এটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য।’’

মন্ত্রী বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে গবেষণার উপর। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে এত গবেষণা হয়, সেখান থেকে এ পর্যন্ত ৩৪ জন নোবেল পেয়েছেন।’’

অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সফিউল আলম প্রমুখ।