লেবাননে বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক : লেবাননে শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘লিবান নেট’ নামক একটি ক্লিনিং কোম্পানির অধীনে কর্মরত শতাধিক বাংলাদেশি শ্রমিক বকেয়া বেতন ডলার বা স্থানীয় মুদ্রা লিরার বর্তমান বাজার মূল্যে পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার সকালে তারা কাজে যোগ না দিয়ে লেবাননের রাজধানী বৈরুতে হারিরি বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করেন।

জানা গেছে, লিবান নেট নামের ওই ক্লিনিং কোম্পানির অধীনে বিমানবন্দরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন শতাধিক বাংলাদেশি শ্রমিক। গত ৩ মাস যাবৎ তাদের বেতন ডলারে পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ ডলারে বেতন পরিশোধ না করে স্থানীয় মুদ্রা লিরার আগের বাজার মূল্যে পরিশোধ করতে চাইছে। এ কারণে শ্রমিকরা আজ সকালে বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন। পরে কোম্পানিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিজেদের দাবি-দাওয়া পেশ করেন তারা।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, লেবাননে বর্তমানে ডলার সঙ্কটের কারণে সকল পণ্যের মূল্য ঊর্ধ্বগতি হওয়ায় সীমিত আয়ের প্রবাসীরা হিমসিম খাচ্ছেন। কোম্পানি তাদের বেতন ডলারে পরিশোধ না করায় স্থানীয় মুদ্রা লিরার বর্তমান বাজার মূল্য দাবি করছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে লিরার আগের মূল্যেই বেতন পরিশোধ করতে চাইছে। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

তারা আরও জানান, কোম্পানি কর্তৃপক্ষ যদি তাদের দাবি পূরণ না করে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীরা বৈরুত দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশটিতে ডলার সঙ্কট দেখা দেয়। আগে লিরাকে ডলারে রূপান্তরিত করতে প্রতি ১শ ডলারে দেড় লাখ লিরা লাগতো। ডলার সঙ্কট শুরুর পর তা বর্তমানে ২ লাখ ৫০ হাজার লিরা পর্যন্ত পৌঁছেছে।