লকডাউনের কারণে আফ্রিকায় ৫ কোটি মানুষ দুর্ভিক্ষে পড়বে- এএফডিবি

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউনের কারণে আফ্রিকা মহাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ মারাত্মক রকমের দুর্ভিক্ষে পড়তে পারে।
মঙ্গলবার আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা এএফডিবি এ তথ্য প্রকাশ করেছে।

ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এরইমধ্যে আন্তর্জাতিক মানদ-ের চেয়ে কম আয়ের মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লকডাউন দেয়া হয়েছে তাতে আফ্রিকা মহাদেশের স্বাস্থ্যব্যবস্থা এবং মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ধরনের মানুষের আয় রোজগার কমে গেছে এবং মহাদেশব্যাপী অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়েছে। বহু দেশের বার্ষিক জিডিপি কমে গেছে।