রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ

নিউজ ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে বাংলাদেশ কঠোর চাপ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার ও চীনের সাথে রোহিঙ্গা ইস্যুতে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

একই সঙ্গে এবার দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, এ বছরের দ্বিতীয় ভাগে প্রত্যাবাসন শুরুর জন্য ‘সতর্কতার সাথে আশাবাদ ব্যক্ত করেছে’। দুদেশ প্রত্যাবাসনের ক্ষেত্র প্রস্তুত করতে ফেব্রুয়ারিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ প্রাসঙ্গিক বিষয়গুলোতে সমাধান করবে।

সচিব বলেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীন এ ইস্যুতে ৯০ মিনিট ধরে আলোচনা করেছে। আমি বলব, আমরা আশাবাদী।