যেকোনো হুমকির জবাব দেয়ার ক্ষমতা রাখে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানি তেল বহনকারী একটি জাহাজকে যখন অবৈধভাবে আটক করা হয়েছে পারস্য উপসাগরে তাদের বেআইনি তৎপরতার তাৎক্ষণিক জবাব দেয়া হয়েছে যার অর্থ হলো ইরান যেকোনো হুমকির জবাব দেয়ার ক্ষমতা ও ইচ্ছা রাখে।

জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সেনাদের হাতে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার ও পারস্য উপসাগরে ইরানের হাতে ব্রিটিশ জাহাজ আটক প্রসঙ্গে জেনারেল হাতামি একথা বলেন। এছাড়া, হরমুজ প্রণালীর আকাশে গত মাসে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা প্রসঙ্গেও ইরানি মন্ত্রী আজ (সোমবার) কথা বলেছেন। তিনি বলেন, ড্রোন ভূপাতিতের মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ইসলামি ইরান তার প্রতিরক্ষা ও আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে স্বাধীন।

গত বৃহস্পতিবার রাতে পারস্য উপসাগর থেকে ব্রিটিশ জাহাজ আটক করা হয়। এর আগে জাহাজটি ইরানের একটি মাছধরা ট্রলারকে ধাক্কা দেয়। এ বিষয়ে সতর্ক করা হলে এবং বিপদ সংকেত দেয়া হলেও ব্রিটিশ জাহাজটি তা আমলে নেয় নি। পরে ইরানি আদালতের সিদ্ধান্ত নিয়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ব্রিটিশ তেলবাহী জাহাজটি আটক করে।

সূত্র : পাার্সটুডে