যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত অর্ধেক আফগান পাইলট হাওয়া

অর্ধেক আফগান পাইলট হাওয়াদ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আফগান জঙ্গিবিমানের পাইলটদের একটি প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের কোন ছুটি নেয়া ছাড়াই অনুপস্থিত থাকার মধ্য দিয়ে শেষ হয়েছে।

স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগান রিকনস্ট্রাকশন বা এসআইজিএআর-এর ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়েছে, হালকা ধরনের হামলা চালানোর উপযোগী জঙ্গিবিমান এসি-২০৮ কমব্যাট ক্যারাভান চালানোর এক প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে আসা আফগান বিমান বাহিনীর ৪০ জনের বেশি শিক্ষার্থী কোন ছুটি ছাড়াই অনুপস্থিত থাকে।

টেক্সাসের ফোর্ট রথে এই প্রশিক্ষণ চলে বলে এসআইজিএআর জানায়। এজন্য নর্থপ গ্রুম্যান সেখানকার মিচার এয়ারপোর্টে ৫,০০০ বর্গফুটের একটি কাস্টম-বিল্ট ক্লাসরুম পরিচালনা করছে।

বাকি যেসব শিক্ষার্থী উপস্থিত ছিলো তাদেরকে প্রশিক্ষণ শেষে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মসূচিতে মাত্র একটি ক্লাসই সম্পন্ন করা গেছে। দ্বিতীয় ও তৃতীয় ক্লাস সম্পন্ন হবে আফগানিস্তানে।

অনুপস্থিত পাইলটদের হদিস পাওয়া গেছে কিনা সে বিষয়ে এসআইজিএআরের কাছে কোন তথ্য নেই বলে জানায়।