যশোরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোর সংবাদদাতা: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিজিবি। এর আগে গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে চৌগাছা উপজেলার শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, শুক্রবার রাতে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার শাহজাদপুর থানায় জমা দেওয়া হয়েছে।