মৌসুম শেষেও টমেটো চাষিদের বাম্পার ব্যবসা

নিউজ নাইন২৪ডটকম, চট্টগ্রাম: টমেটোর মৌসুম বলতে গেলে শেষই। তারপরও পতেঙ্গা-কাট্টলী উপকূলের টমেটো চাষিদের মুখে হাসি লেগেই আছে। বাম্পার ফলনে লাভের মুখ তো আগেই দেখেছেন তারা। এখন ন্যাড়া ক্ষেতে আধমরা গাছগুলোতে থাকা টমেটোও বিক্রি হচ্ছে বেশ। পাইকারি প্রতি কেজি ২-৩ টাকার নিচে তো নয়-ই। যে টমেটো নগরীর অলিগলিতে ফেরি হচ্ছে ১২-১৫ টাকা, বাজারে আকার ও রং ভেদে ১৮-২০ টাকা।

হালিশহর মুনিরনগরের টমেটো চাষি আনোয়ার আব্বাস জানান, সার, বীজ, পানি, শ্রমিকের মজুরি, নিজেদের খাটুনি-মেহনত সবকিছু হিসাব করলে খুব বেশি লাভ যে হয়েছে তা কিন্তু নয়। তারপরও আমরা খুশি। মোটা চাল আর মোটা কাপড়ে ভালো আছি।

৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী জানান, এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে উপকূলীয় বেড়িবাঁধ এলাকায়। বিশেষ করে আমার ওয়ার্ডের নাজিরপাড়া, দক্ষিণপাড়ায় প্রচুর টমেটো হয়েছে। এখনও ভোররাতে ক্ষেত থেকে চাষিরা টমেটো তুলে টুকরিতে ভরে ভ্যানগাড়িতে করে স্টিলমিল বাজারে এনে পাইকারি বিক্রি করছেন। আমি নিজেও গতকাল এক টুকরি টমেটো কিনেছি প্রতিকেজি ২ টাকা দরে।#