মেঘনার চরে ৪ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ আটকা

ঝড়ের কবলে পড়ে প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চ ‘এমভি দেশান্তর’।

রোববার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া চরে লঞ্চটি আটকা পড়ে। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা গেছে। তবে ঝড়ের সময় যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেন।

প্রত্যক্ষদর্শী যাত্রী সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে চাঁদপুরঘাট থেকে দেশান্তর লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে চালক মুন্সীগঞ্জের কাছাকাছি চরে লঞ্চ থামিয়ে অবস্থান করেন। প্রায় আধা ঘণ্টার প্রবল ঝড়বৃষ্টি থেমে যাওয়ার পর দেখা যায়, লঞ্চটি ওই স্থানের চরে আটকা পড়েছে। অনেক চেষ্টা করেও চালক সেটি নামাতে পারেনি।

ওই লঞ্চের মালিক মিল্টন জানান, ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরী মেঘনার চরে পৌঁছে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্য পাঠানো ব্যবস্থা করছেন।

এদিকে একই গন্তব্যের এমভি ঈগল -৩ লঞ্চটিও ঝড়ের কবলে পড়েছিল, তবে সেটি চরে আটকায়নি বলে জানান যাত্রীরা।