মুসলিমবিশ্বে ফরাসি পণ্য বয়কট, বিপাকে ফ্রান্স

মুসলিমবিশ্বে ফরাসি পণ্য বয়কট, বিপাকে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: দ্বীন ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যের কারণে আরব অঞ্চলসহ মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে ফরাসি পণ্য বিক্রি। একদিকে করোনার হানা অন্যদিকে এই বয়কটের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। তবে কোনোমতেই বন্ধ হচ্ছেনা এই বয়কট কর্মসূচি।

কুয়েতের বেসরকারি সংস্থা গ্রাহক সমবায় সমিতিগুলো ইতোমধ্যে বেশ কয়েকটি ফরাসি পণ্য বয়কট করেছে। দেখা গেছে, দেশটির কয়েকটি দোকান থেকে ফরাসি কোম্পানির পণ্য সরিয়ে ফেলা হচ্ছে। গত রোববার আরব বিশ্বের সবচেয়ে বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরবে হ্যাশট্যাগের মাধ্যমে ফ্রান্সের ফরাসি বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্যারফুর বয়কটের আহ্বান জানানো হয়। জর্ডান ও কাতারেও একইভাবে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।