মালদ্বীপে নতুন বিমানবন্দর উদ্বোধন

মালদ্বীপে নতুন বিমানবন্দর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে রোববার নতুন মাফারু আন্তর্জাতিক বিমানবন্দর (এমআইএ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ আসলাম বিমানবন্দরে বণিজ্যিক ফ্লাইট চলাচল উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে, আগের সরকার যেসব ভালো কাজ করেছে সেগুলো এই সরকার পরিবর্তন করবে না। এই নতুন বিমানবন্দর মাফারু দ্বীপে জমির দাম বাড়াবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, আজ একটি খুশির দিন। আজ অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ তৈরি হলো।

মাফারু দ্বীপের জনসংখ্যা মাত্র ১২৫৭ জন। সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম ২০১৭ সালে এই বিমানবন্দর নির্মাণের কাজ উদ্বোধন করেন। ২০০৭ সাল থেকেই বিমানবন্দরটি উন্নয়নের জন্য বিভিন্ন প্রচেষ্টা নেয়া হয়।

১৫ বছর আগে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম মাফারু বিমানবন্দর তৈরির ঘোষণা দেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের হাত ঘুরে সিঙ্গাপুরের টাফ কোম্পানির মাধ্যমে এই বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হয়।

এই প্রকল্পে ৬০ মিলিয়ন ডলার মঞ্জুরি দেয় আরব আমিরাতের দুবাই ফান্ড ফর ডেভলপমেন্ট। এখানে বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস এ৩২০ ও বোয়িং ৭৩৭-এর মতো এয়ারক্রাফট অবতরণ করতে পারবে। এখানকার রানওয়ের দৈর্ঘ্য ২২০০ মিটার এবং চওড়া ৪০ মিটার।