মার্কিন সেনাদের মধ্যে করোনাভাইরাসের বিস্তার, চরম উদ্বেগে জাপান

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে চার্চ থেকে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে করোনাভাইরাসের বিস্তার দিন দিন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে জাপান।

ওকিনাওয়ার গভর্নর ডেনিম তামাকির সঙ্গে আজ (বৃহস্পতিবার) এক বৈঠকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো এই উদ্বেগ প্রকাশ করেছে। সে বলেছে, “আমরা চরমভাবে উদ্বিগ্ন। তবে বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা আমরা দেখব।”

তামাকি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিমানে করে রাজধানী টোকিওতে যান এবং মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের  মহামারী ছড়িয়ে পড়ার কারণে সে ওকিনাওয়া দ্বীপবাসীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে। এরপর জাপানি প্রতিরক্ষামন্ত্রী নিজেও চরম উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠকের সময় গভর্নর তামাকি বলেছে, মার্কিন ঘাঁটিতে করোনাভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ার পর চরমভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে ওকিনাওয়ার জনগণ।

গতকালের খবর অনুযায়ী, নতুন করে ৩৬ মার্কিন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়। এনিয়ে ওকিনাওয়ার বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন ১৩৬ জন মার্কিন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হলো।