মানিলন্ডারিং মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছর জেল

মালদ্বীপের রাজধানীতে লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বেড়েছে

নিউজ ডেস্ক : মালদ্বীপের একটি আদালত দেশের এক সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিাবর ফৌজদারি আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ ইয়ামিন আব্দুল গাইয়ুমকে ৫ মিলিয়ন ডলার জরিমানাও করেছে।

আদালত ইয়ামিনের বিরুদ্ধে ১ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় তহবিল আত্মসাৎ করে ব্যক্তিগত কাজে লাগানোর প্রমাণ পায়।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রেসিডেন্ট ছিলেন ইয়ামিন। তার সময়ে তার বিরুদ্ধে দুর্নীতি, মিডিয়া দলন ও রাজনৈতিক বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে। গত বছরের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র কাছে হেরে যান।