মাধ্যমিকে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

মাধ্যমিকে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিকের প্রতি শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত পুরো প্রক্রিয়া জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। সবশেষ এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়।