মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যূত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৯ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয় ট্রাম্প বলেন, ‘ভেনিজুয়েলায় যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। দেশটিতে ঋণ, ধ্বংস ও ক্ষুধা ছাড়া আর কিছুই নেই।’

তিনি বলেন, ‘মাদুরোকে ক্ষমতাচ্যূত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছে। কারণ যুক্তরাষ্ট্রের সামনে সব ধরনের পথই খোলা রয়েছে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ট্রাম্প। মাদুরোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে জাইর।

গত দেড় মাসের বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।