মহড়ার দ্বিতীয় দিন: ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি

ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক: উপরের ছবিতে দেখা যাচ্ছে ইরানের বাহিনী বা আইআরজিসি তাদের নজিরবিহীন সামরিক মহড়ায় ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

আইআরজিসি’র জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিবৃতিতে আজ (বুধবার) বলা হয়েছে, সামরিক মহড়ার দ্বিতীয় দিনে শত্রুর কল্পিত অবস্থানে আকাশ এবং সমুদ্র পথে হামলা চালানো হয়।

হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম মুবারকে-১৪ নামে এ মহড়ার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে মঙ্গলবার এবং ইরানের হরমুজগান প্রদেশ, কৌশলগত হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় তা চলে। গতকাল আইআরজিসি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল।

আইআরজিসি’র বিবৃতিতে আরো বলা হয়েছে, বিমান সেনারা আধুনিক কলাকৌশল প্রয়োগ করে এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন করে। এর মধ্যদিয়ে শত্রুর সম্ভাব্য হুমকি মোকাবেলায় ইরানের এই এলিট ফোর্সের সামরিক সক্ষমতার চিত্র ফুটে ওঠে।

আইআরজিসি যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে তারও প্রশংসা করা হয়েছে বিবৃতিতে।