মস্কো পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ

মস্কো পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার কলিবফ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ রুশ সরকারের জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বার্তা নিয়ে মস্কো পৌঁছেছেন। রুশ পার্লামেন্ট দুমার স্পিকার ভিয়াচিস্লাভ ভোলোদিনের আমন্ত্রণে তিনদিনের সফরে তিনি রোববার রাতে রাশিয়ার রাজধানীতে পৌঁছান।

মস্কোর উদ্দেশে তেহরান ত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের সর্বোচ্চ নেতা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার ওপর সব সময় গুরুত্ব আরোপ করে এসেছেন। কলিবফ বলেন, “এ কারণে আমি স্পিকারের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বিদেশ সফরের জন্য রাশিয়াকে বেছে নিয়েছি। আমি রুশ সরকারের জন্য কৌশলগত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছি।”

অর্থনীতি, রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান সম্পর্ককে ‘চমৎকার’ আখ্যায়িত করে কলিবফ বলেন, এই সম্পর্ক আরো শক্তিশালী করতে দু’দেশের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মস্কো সফরে কলিবফের সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের প্রধান মুজতবা জুন্নুরি ও মুখপাত্র আবুলফজল আমুয়ি, এনার্জি কমিশনের প্রধান ফেরেইদুন আব্বাসি, কৃষি বিষয়ক কমিশনের প্রধান সাইয়্যেদ জওয়াদ সাদাতিনেজাদ এবং পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি স্পিকার হোসেইন আমির আব্দুল্লাহিয়ান প্রমুখ।

সূত্র: পার্সটুডে