‘মসজিদ কখনও অবৈধ হয় না’

'মসজিদ কখনও অবৈধ হয় না'

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, মসজিদ কখনও অবৈধ হয় না এবং নারায়ণগঞ্জে বিস্ফোরণের শিকার তল্লার মসজিদটি বৈধভাবে গড়ে উঠেছে।

তল্লা বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল বলেন, মসজিদ কখনও অবৈধ হয় না, এগুলো বলা দুঃখজনক। দেশের অনেক রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে অবৈধ জমিতে, অনেক ক্লাব রয়েছে অবৈধ জমিতে- এসব নিয়ে কেউ কথা বলে না; অথচ মসজিদ নিয়ে কথা বলে।

তিনি বলেন, ওই মসজিদ বৈধ জায়গায় রয়েছে। মোতাওয়াল্লি মসজিদে জমি দান করেছেন। আমরা জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ পাওয়া গেছে। যদি তিতাসের কারণে এ ঘটনা ঘটে থাকে তাহলে তদন্তে প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও মাওলানা মাছুম বিল্লাল।