ভারত সীমান্তে ইলিশ রেখে পালিয়ে গেলো পাচারকারীরা

বি-বাড়িয়া সংবাদদাতা: বি-বাড়িয়া আখাউড়া কোম্পানি সদর এর বাউতলা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ৯০পিস ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া কোম্পানি সদরের বিজিবি সদস্যরা ৯০পিস ইলিশ আটক করে। ইলিশ মাছগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বাউতলা সীমান্তে জড়ো করা হয়েছিল। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। তবে বিজিবির অভিযানের আগে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত ইলিশ মাছগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য নিশ্চিত করেছেন।