ভারতে আবারো করোনা হাসপাতালে আগুন, ব্যাপক হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবারো করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

গতকাল সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকা-ের কারণ এখনও অজানা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিজয়ওয়াড়া শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকা-ের সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিল। এরমধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। কয়েক ঘন্টার চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনায় ১৫ থেকে ২০ জন রোগী আহত হয়েছে। এদের মধ্যে দুই তিনজনের অবস্থা গুরুতর।
এর আগে গত সপ্তাহে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৮ জনের মৃত্যু হয়।