ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভয়াবহ বন্যা

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় দেয়াল ধসে মঙ্গলবার রাতে ১০ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় এই প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টার পর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
শহরের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু স্থানে পার্ক করা গাড়ি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়ার চিত্র গণমাধ্যমে দেখা গেছে।

বাড়িতে হাঁটু পর্যন্ত পানি ওঠায় রাতে অনেকেই বাড়ির ছাদে অবস্থান নেয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা টুইট করে জানায়, এলবি নগরে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকঘণ্টা থাকতে পারে।