ভারতের আপত্তিতে আজাদ কাশ্মীরে চীনের তৈরি সেতু উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের আপত্তি উপেক্ষা করে কৌশলগত গুরুত্বপূর্ণ ঝিলুম নদীর উপর একটি সেতু উদ্বোধন করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান শাসিত কাশ্মীরে চীনের তৈরি সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

‘হলার ব্রিজ’ নামের সেতুটি কাশ্মীরের কোটলি অঞ্চলকে রাওয়ালপিন্ডির সঙ্গে যুক্ত করবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)’র অংশ এই সেতুর অবস্থান নিয়ন্ত্রণ রেখার কাছে রাজৌরি সেক্টরে। এই নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানকে আলাদা করেছে।

ভারত এই অঞ্চলকে নিজের দাবি করে এই সেতু নির্মাণের বিরোধিতা করে আসছিলো। এখানকার কারোট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন, যা ২০২২ সালে কমিশন করা হবে।

দুটি প্রকল্পেরই বিরোধিতা করে ভারত এবং দাবি করে যে এতে তার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে সিপিইসি’র আওতায় বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করেছে পাকিস্তান ও চীন। পাকিস্তান তার প্রধান রেলওয়ে লাইন (এমএল-১) ও অন্যান্য প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ৯ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে।