ভারতীয় জাহাজে নজরদারির জন্য ড্রোন পাচ্ছে পাকিস্তান

ভারতীয় জাহাজে নজরদারির জন্য ড্রোন পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে সামরিক ও কূটনৈতিকভাবে ব্যস্ত রাখার লক্ষ্যে চীন গোপনে পাকিস্তানে গুরুত্বপূর্ণ নজরদারি সরঞ্জাম সরবরাহ করা বাড়িয়ে দিয়েছে। আর এতে ফুটে ওঠেছে কিভাবে ভারতকে মোকাবেলা করার জন্য দেশ দুটি একে অপরকে সহযোগিতা করছে।

সাম্প্রতিক এক ঘটনায়, চীন অন্তত ১০০টি ডিজেআই নজরদারি ড্রোন দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান সামরিক বাহিনী এগুলোকে তার নৌস্থাপনায় মোতায়েন করবে শত্রু (ভারতীয়) জাহাজ চলাচল নজরদারি করার জন্য।

গুয়ানদং, শেনজেনভিত্তিক দা-জিয়াং ইনোভেশন্স বা ডিজিআই উচ্চ মানসম্পন্ন নজরদারি ড্রোন তৈরীর জন্য সুপরিচিত।

সূত্র জানায়, ভারত চীনা নৌবাহিনীর বিরুদ্ধে নিজের শক্তি প্রদর্শন করার জন্য ভারত মহাসাগরে নিজেদের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কমান্ডের স্থাপনাগুলোর মোতায়েন বাড়িয়েছে। এই প্রেক্ষাপটেই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাকিস্তানকে ড্রোন দিচ্ছে চীন।

সূত্র জানায়, এসব ড্রোনে তোলা ছবি পাকিস্তান নৌবাহিনীর জন্য বেশি উপযোগী বিবেচিত হবে।  অতীতেও ড্রোন সরবরাহ করা হয়েছে। তবে তা ছিল সংখ্যায় অনেক কম। এবার অনেক বেশি সংখ্যায় ড্রোন পাঠানোর বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।