বৈরুত বন্দরে বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু, আহত ৪ হাজারের বেশি

বৈরুত বন্দরে বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৪ হাজারের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

এদিকে এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। একটি ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিস্ফোরণের মাত্রা এতটাই প্রকট ছিল যে, ১০ কিলোমিটার দূরের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ধারনা করা হচ্ছে, এটা ইসরায়েলের গোয়েন্দা সন্থা মোসাদের হামলা হতে পারে। তবে এটা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

তবে গত ছয় বছর ধরে বন্দর এলাকায় প্রায় ৩ হাজার টন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেট বেআইনিভাবে মজুদ করা হয় বলে টুইটবার্তায় জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।