বেকারত্ব গ্রাস করবে মার্কিন অর্থনীতিকে

আন্তর্জাতিক ডেস্ক: মহাগজব করোনায় মার্কিন অর্থনীতি ফিরে গিয়েছে ২০০৮ ও ২০০৯ সালের মন্দায়। অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে এমনটাই বলছে মার্কিন অর্থনীতিবিদরা। ঘরে আটকা পড়ে সাড়ে ৭ কোটি মার্কিন নাগরিকদের সব ধরণের কোম্পানি বন্ধ। যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংস্কৃতি পাল্টে গেছে।

জেপি মরগ্যানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান মনে করে মার্কিন প্রবৃদ্ধি ১৪ শতাংশ হ্রাস পেতে পারে। সেন্টার ফর ইকোনোমিক এন্ড পলিসি রিসার্চ’এর অর্থনীতিবিদ ডিয়ান ব্যাকার বলেছে অর্থনীতির পুনরুদ্ধার নির্ভর করছে কতটা কার্যকর ‘লকডাউন’ করা সম্ভব হবে তার ওপর। এধরনের অচলাবস্থা যদি প্রান্তিক গড়ায় তাহলে আরো খারাপ কিছু দেখার জন্যে যুক্তরাষ্ট্রবাসীকে অপেক্ষা করতেই হবে।