বিষাক্ত গ্যাস, স্পেনে জরুরি অবস্থা ঘোষণা

নিউজ নাইন২৪ ডেস্কঃ স্পেনের রাজধানী মাদ্রিদের সিসেনা শহরে পরিত্যক্ত  টায়ারের স্তূপে আগুন লাগায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । পোড়া টায়ারের কারনে সৃষ্ট বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পেতে স্থানীয় স্কুল গুলতে ছুটি ঘোষণা করা হয়েছে ।শহরটি থেকে  প্রায় ৯ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে । বৃহস্পতিবার লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফাইটারসদের ১০ টি দল । স্থানীয় রিপোর্ট অনুযায়ী ,শহরটিতে অবস্থান করছে মাত্র ১ হাজার মানুষ ।

সুত্র – বিবিসি