বিশ্বের বৃহত্তম কবরস্থান

বিশ্বের বৃহত্তম কবরস্থান

নিউজ ডেস্ক: ওয়াদি আস সালাম কবরস্থান হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম কবরস্থান। এটি ইরাকের নাজাফ শহরে অবস্থিত। কবরস্থানটি ৯১৭ হেক্টর বা ১৪৮৫.৫ একর জমি জুড়ে বিস্তৃত। জানা যায়, এ কবরস্থানটি ১৪০০ বছরের পুরনো। ওয়াদি আস সালামে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের কবর রয়েছে। এছাড়াও সেখানে প্রতি বছর শত শত লাশ কবর দেওয়া হয়। আরবি শব্দ ওয়াদি আস সালাম’ কথাটির অর্থ হচ্ছে ‘শান্তির উপত্যকা’।

ওয়াদি আস সালামে হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম উনাদের রওজা শরীফ রয়েছে বলেও জানা যায়। এছাড়াও এর কাছেই হযরত কাররামাল্লাহু ওয়াজাহু আলাইহিস সালাম উনার রওজা শরীফও রয়েছে। তাই মুসলিমরা ওয়াদি আস সালামকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সম্মান করে।

স্থানীয় মুসলিমরা অধিকাংশ লোকই সেখানে কবরের জায়গা প্রাপ্তির আবেদন করেন। কবরস্থানটি সকলের জন্য উন্মুক্ত। সেখানে ধনী-গরিব, রাজনৈতিক অথবা মুসলিম সমাজের সকল শ্রেণীর লোকের কবর দেওয়ার ব্যবস্থা আছে। ওয়াদি আস সালামে শুধু ইরাকি নয়, বাইরের অনেক দেশ যেমন- ভারত, দক্ষিণ-পশ্চিম এশিয়া, লেবাননসহ বেশকিছু দেশের লোকেদেরও কবর দেওয়ার ব্যবস্থা ছিল।

ওয়াদি আস সালামের কবরগুলো পোড়া ইটের তৈরি। সেগুলোর অনেকগুলোয় প্লাস্টার করা আছে। আবার কোনো কোনোটি নাম ফলকও দেখা যায়। পারিবারিক কবর হিসেবে পুরো একটি কক্ষ তৈরি করা হয়। প্রতিটি কক্ষে ৩০-৫০ জনের লাশ রাখা যায়। সেখানে কিছু কিছু ভূগর্ভস্থ কক্ষও রয়েছে। যেগুলোতে মইয়ের সাহায্যে যাওয়া যায়। সাম্প্রতিক সময়ে নির্মিত কবরগুলোয় নির্মাণশৈলীতে আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়। ২০০৩ সালে ইরাকে সংঘটিত যুদ্ধের ফলে এই কবরস্থানের জায়গা দ্রুত বৃদ্ধি পায়।